সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। তিনি এ আসনের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টা আমিনুল হকের ছোট ভাই। এছাড়া মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য।
মনোনয়ন ঘোষণার পর থেকে তানোর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের ছোঁয়া ভেসে উঠেছে। তবে হাইকমান্ডের নির্দেশনায় কোথাও কোনো উল্লাস বা মিষ্টি বিতরণ হয়নি। নেতাকর্মীরা একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে কুশল বিনিময় করছেন।
জেলা বিএনপির সদস্য ও তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, “স্থায়ী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের নাম ঘোষণা করেন। কেন্দ্র থেকে মনোনয়ন ঘোষণার পরপরই নেতাকর্মীদের কোথাও কোনো মিষ্টি বিতরণ বা জনবহুল মোড়ে উল্লাস করতে নিষেধ করা হয়েছে।”
তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান বলেন, “এ মনোনয়ন তানোর-গোদাগাড়ী উপজেলার মানুষের উন্নয়নের মনোনয়ন। ব্যারিস্টার আমিনুল হকের পরিবার বিএনপি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের দেশনায়ক, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এ কথা প্রমাণ করেছেন। এখন সবাইকে এককাতারে এসে ধানের শীষকে বিজয়ী করতে কঠোর ঐক্য গড়ে তুলতে হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

