ঢাকা মেট্রোরেল যাত্রীদের সুবিধা বাড়াতে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে চালু হচ্ছে অনলাইন রিচার্জ সেবা। এর ফলে স্টেশনের লাইনে অপেক্ষা না করে ঘরে বসেই র্যাপিড পাস বা এমআরটি পাস রিচার্জ করা যাবে।
আগারগাঁও মেট্রোস্টেশনে বেলা পৌনে ১১টায় এ সেবার উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
ডিটিসিএ (ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ) চালু করা এই ব্যবস্থায় যাত্রীরা ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ যেকোনো অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে রিচার্জ করতে পারবেন।
রিচার্জ করতে হলে যাত্রীকে ডিটিসিএর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। এরপর র্যাপিড পাস বা এমআরটি পাস নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করা যাবে।
তবে অনলাইনে পেমেন্ট সফল হলেও মেট্রোস্টেশনে স্থাপিত নতুন এভিএম (অ্যাড ভ্যালু মেশিন) যন্ত্রে কার্ড স্পর্শ না করা পর্যন্ত রিচার্জ কার্যকর হবে না। যাত্রার আগে অবশ্যই এভিএমে টাচ করে তথ্য হালনাগাদ করতে হবে, তারপর স্বাভাবিক নিয়মে গেটে টাচ করে যাতায়াত করা যাবে।
অনলাইন রিচার্জে পেমেন্ট গেটওয়ে ব্যবহারের জন্য নির্দিষ্ট পরিমাণ অতিরিক্ত ফি দিতে হবে।
রিচার্জের অর্থ তিন মাস পর্যন্ত ‘অপেক্ষমাণ’ থাকবে। এই সময়ের মধ্যে এভিএমে টাচ করা না হলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে। তবে সে ক্ষেত্রে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে।
গ্রাহক চাইলে রিচার্জের সাত দিনের মধ্যে নিজ উদ্যোগেও ফেরতের আবেদন করতে পারবেন—সেক্ষেত্রেও একই ফি প্রযোজ্য হবে।
অনলাইন রিচার্জ কার্যক্রম চালুর অংশ হিসেবে গত সোমবার থেকে ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম যন্ত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিটি স্টেশনে দুটি করে মেশিন বসানো হবে।
বর্তমানে মেট্রোরেলের ৫৫ শতাংশ যাত্রী র্যাপিড পাস বা এমআরটি পাস ব্যবহার করেন এবং তারা নিয়মিত ১০ শতাংশ ভাড়া ছাড় পাচ্ছেন। বাকি ৪৫ শতাংশ একক যাত্রার কার্ড ব্যবহার করেন। প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন।
কর্তৃপক্ষ জানায়, আগামী মাসে ট্রেনের মধ্যবর্তী বিরতি আরও দুই মিনিট কমানো হবে। এতে দৈনিক যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

