AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজীবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত



রাজীবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

কুড়িগ্রামের রাজীবপুরে ক্রয়কৃত জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত ৩০ অক্টোবর, উপজেলার সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকায়। আহতরা হলেন— সামছুল হক (৬৫), তার স্ত্রী জাহেদা বেগম (৬০), পুত্রবধূ শাপলা বেগম (৩৪) এবং রাজিয়া বেগম (৪০)। তারা বর্তমানে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সামছুল হকের ছেলে জহির উদ্দিন (৩৫) রাজীবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, জহির উদ্দিন দীর্ঘদিন ধরে ক্রয়কৃত জমি ভোগদখল করে আসছেন। ৩০ অক্টোবর বিকেলে ওই জমিতে কোরবান আলী জোরপূর্বক টয়লেট নির্মাণের চেষ্টা করলে বাদীপক্ষ বাধা দেয়। ক্ষিপ্ত হয়ে কোরবান আলী ও তার সহযোগীরা লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলায় সামছুল হকের মাথা ফেটে যায় এবং তার স্ত্রী জাহেদা বেগম ও পুত্রবধূ শাপলা বেগম গুরুতর আহত হন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা জাহেদা বেগমের কানের স্বর্ণের দুল ও শাপলা বেগমের গলার চেইন ছিনিয়ে নেয়। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত কোরবান আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা তাদের মারিনি, বরং তারা আমার লোকজনকে মারধর করেছে। আমার স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।”

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “দুই পক্ষের অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উক্ত জমির তফসিল অনুযায়ী মৌজা বালেমারী, জেএল নং-২৫, খতিয়ান নং-২৪৫ ও দাগ নং-৪৩০-এর মোট ৫৯ শতাংশ জমির মধ্যে জহির উদ্দিনের ক্রয়কৃত ৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। বিবাদীপক্ষ ওই জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!