নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় নতুন প্রতীক হিসেবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধি অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য নতুন প্রতীক যুক্ত করা যাবে, যদি তা অনুচ্ছেদ ২০-এর অধীনে স্থগিত প্রতীকের আওতায় না পড়ে।
এর আগে গত সোমবার (২৭ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইসির বর্তমান বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এটি দেওয়া সম্ভব নয়। পরবর্তীতে কমিশন নতুন প্রতীক বিবেচনা করবে বলে জানিয়েছিলেন তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

