বরিশালের উজিরপুরে সরকারি কর্মচারীরা বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্বরের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানান।
মানববন্ধনের সময় কর্মচারীরা ব্যানারে লিখিত দাবি করেন, “৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে পে-কমিশনের রিপোর্ট প্রদান এবং ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট জারি করা হোক।” দীর্ঘদিন ধরে বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করলেও এখনও তা বাস্তবায়িত হয়নি।
কর্মসূচি শেষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর মাধ্যমে মাননীয় উপদেষ্টার কাছে একটি স্মারক লিপি প্রদান করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আহবায়ক এইচ এম মহিউদ্দিন, সদস্য সচিব শিশির ক্রান্তি ব্রম্মা, মোঃ মিজানুর রহমান সরদার এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। সভা শেষে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

