AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১৯ পিএম, ৯ অক্টোবর, ২০২৫

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন

দেশের পাঁচটি শরীয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি নতুন প্রতিষ্ঠান ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “নতুন ব্যাংক গঠনের পর কোনো কর্মী চাকরি হারাবেন না, এবং গ্রাহকদের জমাকৃত সব আমানত সম্পূর্ণ নিরাপদ থাকবে।”

যে পাঁচটি ব্যাংক একীভূত হয়ে এই নতুন ব্যাংক গঠন করবে সেগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

সূত্রের তথ্য অনুযায়ী, ইউনাইটেড ইসলামী ব্যাংক প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হবে এবং এর নিয়ন্ত্রণে থাকবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। উপযুক্ত সময়ে ব্যাংকটি বেসরকারি খাতে হস্তান্তর করার পরিকল্পনাও রয়েছে।

এছাড়া বৈঠকে ব্যাংক ও বীমা খাতে আমানত সুরক্ষা আইনকে আধুনিকায়ন ও সময়োপযোগী করে সংশোধনের অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!