মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। শিগগিরই এই সম্মাননার ধরন ও আনুষ্ঠানিকতা নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের শুরুতে দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
একুশে সংবাদ/চ.ট/এ.জে