AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২৬ পিএম, ১০ মে, ২০২৫

জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। শনিবার (১০ মে) রাত ৮টার দিকে এই বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি ইতোমধ্যে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রক্রিয়াগত দিকগুলো আলোচনার জন্যই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

তিনি আরও বলেন, “আজকের বৈঠকে আইসিটি অ্যাক্ট সংশ্লিষ্ট অধ্যাদেশের প্রস্তাবনাও আলোচনার তালিকায় রয়েছে। একইসঙ্গে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করতে অনুসন্ধান চলছে। ইতোমধ্যে কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, বাকিদেরও আইনের আওতায় আনা হবে।”

এদিকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধে এক ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত থেকে বলেন, “আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠনকে নিষিদ্ধ না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

বর্তমানে শাহবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে
 

Shwapno
Link copied!