AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাভাবিপ্রবিতে আধুনিক শিক্ষণ পদ্ধতিতে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (LMS) প্রশিক্ষণ অনুষ্ঠিত


Ekushey Sangbad
মাভাবিপ্রবি প্রতিনিধি
০৬:২০ পিএম, ১ সেপ্টেম্বর, ২০২৫

মাভাবিপ্রবিতে আধুনিক শিক্ষণ পদ্ধতিতে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (LMS) প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আজ ১ সেপ্টেম্বর ‘Application of Learning Management System (LMS) in Modern Teaching Method’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (Institutional Quality Assurance Cell - IQAC) এর আয়োজনে সকাল ১০টায় সিএসই বিভাগের ২ নং কম্পিউটার ল্যাবে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে তিনি বলেন, “আধুনিক শিক্ষণ পদ্ধতিতে ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার শিক্ষার্থীদের জ্ঞানার্জন প্রক্রিয়াকে আরও গতিশীল ও সহজলভ্য করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা LMS এর মাধ্যমে শিক্ষাদান কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে সম্পাদন করতে পারবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক ও কোর্স ডিরেক্টর অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সুলতান আহাম্মেদ।

দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগের ২ জন করে মোট ৩৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আধুনিক শিক্ষণ পদ্ধতিতে LMS ব্যবহারের কৌশল, শিক্ষাদানের মানোন্নয়ন এবং ডিজিটাল শিক্ষার প্রসারে বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!