AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভৈরবে সাংবাদিকদের সঙ্গে ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষের মতবিনিময় সভা



ভৈরবে সাংবাদিকদের সঙ্গে ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষের মতবিনিময় সভা

উন্নতমানের চিকিৎসা সেবায় আস্থার প্রতীক হিসেবে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা শহরে প্রথমবারের মতো অত্যাধুনিক সিটি স্ক্যান, ডায়ালাইসিস, রক্ত ও লিভার ফাংশন পরীক্ষার অটোমেটিক মেশিনসহ সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হসপিটাল কার্যক্রম শুরু করেছে।

এ উপলক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, ইসরাত জাহান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান ডা. এ.জেড.এম ফরহাদ আহমেদ, হসপিটালের কর্ণধার ডা. ইসরাত জাহান, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজভৈরবী, টেলিভিশন জানালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আসাদুজ্জামান ফারুক, প্রেসক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, এটিএন বাংলার প্রতিনিধি তুহিনুর রহমান, বৈশাখী টিভির প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি আখতারুজ্জামান , দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি এম.আর রুবেল, নিউজ ২১ টিভির প্রতিনিধি জ.ই পরশ, আনন্দ টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন, বিজয় টিভির প্রতিনিধি সোহানুর রহমান প্রমুখ।

সভায় ডা. এ. জেড. এম ফরহাদ আহমেদ বলেন, “সর্বোচ্চ মানের সেবা—সবার জন্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। এক ছাদের নিচে বহুমুখী বিশেষায়িত চিকিৎসা সেবা দিতে সব ধরনের আধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে। তিনি সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

সাংবাদিকরা উপজেলা শহরে আধুনিক স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এবং সেবার মান অক্ষুণ্ণ রাখার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন— সময় টিভির প্রতিনিধি ফজলুর রহমান, বাংলা টিভির প্রতিনিধি এম. আর. সোহেল, দৈনিক খবরপত্রের প্রতিনিধি আব্দুর রউফ, জিটিভির প্রতিনিধি এম. এ. হালিম, এশিয়ান টিভির প্রতিনিধি আলহাজ্ব মো. সজীব আহমেদ, কালবেলার প্রতিনিধি জামাল আহমেদ, একাত্তর টিভির প্রতিনিধি আল-আমিন টিটু, কালের কণ্ঠ অনলাইনের প্রতিনিধি রাজিবুল হাসান, প্রতিদিনের সংবাদ-এর প্রতিনিধি মিজানুর রহমান পাটুয়ারী, ডিবিসি নিউজের প্রতিনিধি আফসার হোসেন তুর্জা, সময়ের দৃশ্যপট বার্তার সম্পাদক নাজির আহমেদ আল-আমিন, গ্রামীণ দর্পণের প্রতিনিধি এম. আর. ওয়াসিম, চ্যানেল এস-এর প্রতিনিধি ইমন মাহমুদ লিটন প্রমুখ।

 

একুশে সংবাদ/কি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!