চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) এর হাতে গ্রেফতার হয়েছে ভূজপুরের কুখ্যাত ছাত্রলীগের ক্যাডার ও মাদক ব্যবসায়ী পারভেজ। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
স্থানীয়ভাবে ‘ধূর্ত পারভেজ’ নামে পরিচিত এ সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, অপহরণ ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। র্যাব জানায়, গ্রেফতারকৃত মো. পারভেজ (২৮), পিতা মো. হারেছ। তিনি ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী আবু তৈয়ব বাহিনীর দ্বিতীয় শীর্ষস্থানীয় সদস্য (সেকেন্ড-ইন-কম্যান্ড) হিসেবে পরিচিত এবং চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলা পুলিশের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে ভূজপুর থানায় মামলা নং-১৮, তারিখ ২১ আগস্ট ২০২৫, ধারা 342/323/324/385/379/506/109 (দণ্ডবিধি-১৮৬০) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট বিকেল ৪টার দিকে কাজিরহাট বাজারের উত্তর প্রান্ত থেকে স্বনামধন্য এনজিও শান্তি’র চেয়ারম্যান জসিম উদ্দিনকে অস্ত্রের মুখে অপহরণ করে পারভেজসহ ৫–৬ জন সন্ত্রাসী। পরে মুক্তিপণ হিসেবে ৭ লাখ টাকা আদায় করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবের নিকট দ্রুত পারভেজ ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানায়। এলাকাবাসীর দাবি, তার কাছে ভারি অস্ত্রসহ একাধিক অবৈধ অস্ত্র মজুদ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারভেজের বিরুদ্ধে অপহরণ, জিম্মি করে চাঁদা আদায়, মাদক ব্যবসা ও অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। র্যাবের হাতে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি নেমে আসে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, র্যাবের হস্তান্তরের পর গ্রেফতারকৃত পারভেজকে থানায় আনা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
একুশে সংবাদ/চকি.প্র/এ.জে