ঝিনাইদহের কোটচাঁদপুরে রাতের অন্ধকারে এক চাষির ৭০টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পাঁচলিয়া বেলে মাঠে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী চাষি আব্দুল কাদের।
আব্দুল কাদের জানান, পাঁচলিয়া বেলে মাঠের ২৫ কাঠা জমিতে তিনি কলার চাষ করেছিলেন। হঠাৎ রাতের আঁধারে অজ্ঞাতরা তার জমির ৭০টি কলাগাছ কেটে ফেলে যায়। এতে তার প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়রা জানান, আব্দুল কাদের ওই এলাকার একজন পরিশ্রমী কৃষক। তিনি কলাসহ বিভিন্ন ফসলের চাষ করে জীবিকা নির্বাহ করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “ঘটনাটি আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগও করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।”
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে