মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহেল আহমেদ (৩০) কে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বলুহর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কোটচাঁদপুর আদর্শ পাড়ার বিশারত আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৮ সালে মাদক কারবারের অভিযোগে কোটচাঁদপুর থানা পুলিশের হাতে আটক হন সোহেল আহমেদ। ওই সময় তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১) টেবিলের ৯(খ) ধারায় মামলা হয়। মামলার নম্বর ছিল ০২, তারিখ ৪/৬/২০১৮।
দীর্ঘ সাত বছর পর চলতি বছরের ২০ আগস্ট ঝিনাইদহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর থেকে আসামিকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বেল্লা, হারুন অর রশিদ ও শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা বলুহর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, অব্যাহত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি সোহেল আহমেদকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে