ভারতের আসাম রাজ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মোট ৫১ জন বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। আসামের শ্রীভূমি ও দক্ষিণ সালমারা মানকাচার জেলা থেকে এসব বাংলাদেশিকে আটক করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
তিনি জানান, গত রোববার শ্রীভূমি জেলায় নারী-শিশুসহ ৩০ জন বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠানো হয়েছে। পরদিন মঙ্গলবার একই জেলা থেকে আরও ২১ জনকে আটক করা হয়।
শর্মা লিখেছেন, “শ্রীভূমি সেক্টরে পৃথক ঘটনায় ধরা পড়া বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে। আমাদের অনুপ্রবেশবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।”
আসাম পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সকালেই শ্রীভূমির সীমান্তবর্তী এলাকায় ৩০ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই বিএসএফের সহযোগিতায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
এছাড়া দক্ষিণ সালমারা মানকাচার জেলা থেকেও একই দিন রাতে ছয়জন বাংলাদেশিকে ধরা হয়, যাদের মধ্যে ছিলেন দুই পুরুষ, দুই নারী এবং দুই শিশু (এক ও তিন বছর বয়সী)। জেলা পুলিশের জ্যেষ্ঠ সুপার হরেন টোকবি বলেন, “তারা জম্মু-কাশ্মির থেকে ট্রেনে গুয়াহাটি হয়ে এখানে এসে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন।” আটককৃতদের পরদিন ফেরত পাঠানো হয়।
মুখ্যমন্ত্রী শর্মা এক্সে আরও লেখেন, “এই অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের জনসংখ্যার কাঠামো পরিবর্তন করছে এবং স্থানীয় জনগণের অধিকার ক্ষুণ্ণ করছে। যেখানে তাদের থাকার কথা, সেখানে ফেরত যেতেই হবে।”
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

