প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আসন্ন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিতে। একই সঙ্গে তিনি দেশের সকল টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে এই ঐতিহাসিক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের অনুরোধ জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই সনদ বাংলাদেশের প্রতিটি নাগরিকের। আপনি যেখানেই থাকুন—বাসায়, দোকানে, কর্মস্থলে বা পথে—এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন।”
তিনি আরও উল্লেখ করেন, “রাজনৈতিক, ধর্মীয় কিংবা জাতিগত ভিন্নতা সত্ত্বেও আমরা এক জাতি হিসেবে একসঙ্গে দাঁড়িয়েছি। এখনই সময় সেই ঐক্যের শক্তি উপলব্ধি করার, গর্ব ও আশার এ দিনটিকে সম্মিলিতভাবে উদযাপন করার।”
আগামী শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
একুশে সংবাদ/এ.জে