AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘মুহাম্মদ’ নাম যুক্তরাজ্যে জনপ্রিয়তার শীর্ষে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২৩ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৪
‘মুহাম্মদ’ নাম যুক্তরাজ্যে জনপ্রিয়তার শীর্ষে

ছেলে শিশুদের নাম রাখার ক্ষেত্রে প্রথমবারের মতো যুক্তরাজ্যে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে ‘মুহাম্মদ’ নামটি। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)-২০২৩ সালে শিশুদের নামের জরিপ করে নতুন এই তালিকাটি প্রকাশ করেছে। খবর বিবিসির।

নতুন তালিকায় ‘মুহাম্মদ’ নামটি আগের শীর্ষ জনপ্রিয় ‘নোয়াহ’কে ছাড়িয়ে গেছে। নোয়াহ নামটি এবার দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২৩ সালের র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে অলিভার নামটি।

অন্যদিকে মেয়ে শিশুদের নামের ক্ষেত্রে টানা আট বছর সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে অবস্থান ধরে রেখেছে ‘অলিভিয়া’। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘অ্যামেলিয়া’ এবং ‘আইসলা’।

প্রতি বছর ওএনএস শিশুদের নাম সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং অপ্রিয় নামগুলোর তালিকা প্রকাশ করে।

তাদের সবশেষ জরিপের ফল অনুযায়ী, ২০২৩ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে ৪ হাজার ৬৬১ জন নবজাতকের নাম ‘মুহাম্মদ’ রাখা হয়েছে। ২০২২ সালে ৪ হাজার ১৭৭ শিশুকে দেওয়া হয়েছিল এ নামটি।

২০২৩ সালে নোয়াহ নামের শিশুদের সংখ্যা ছিল ৪ হাজার ৩৮২। আগের বছর এই নামের শিশুর সংখ্যা ছিল ৪ হাজার ৫৮৬। বিশ্লেষণে দেখা গেছে, ছেলেদের দুটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা আরবি নাম ‘আয়মান’ ও ‘হাসান’। নাম দুটির জনপ্রিয়তা ৪৭ শতাংশ এবং ৪৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।


মেয়েদের নাম রাখার ক্ষেত্রেও আরবি নামগুলোর জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে দেখা গেছে। এর মধ্যে ‘আইজাল’ নামটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে ৪৮ শতাংশ।
 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!