আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ৩৩ দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এসব নির্দেশনা পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
শনিবার (২৪ মে) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনার কথা জানানো হয়।
চিঠিতে জানানো হয়, আগামী ২৬ জুন থেকে সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ উপলক্ষে পরীক্ষা কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নানা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। বিশেষভাবে প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল জালিয়াতি ও নকল বন্ধে বাড়তি নজরদারির কথা বলা হয়েছে নির্দেশনাগুলোর মধ্যে।
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, শুধুমাত্র কেন্দ্র সচিব নির্ধারিত একটি ফোন রাখতে পারবেন।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। কোনভাবেই কেউ পরীক্ষার সময় ছবি তুলতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে।
শিক্ষাবোর্ড জানিয়েছে, এই নির্দেশনাগুলো পালন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশনাগুলো দেখতে এখানে ক্লিক করুন।
একুশে সংবাদ/আ.ট/এ.জে