দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ। এ বছরও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই অনলাইনে ভর্তি হবে; কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।
তিন ধাপে আবেদন প্রক্রিয়া:
নীতিমালা অনুযায়ী, এবারও তিন ধাপে ভর্তি আবেদন গ্রহণ করা হবে।
প্রথম ধাপের অনলাইন আবেদন শুরু হবে আগামী ৩০ জুলাই এবং চলবে ১১ আগস্ট পর্যন্ত।
প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হবে ২০ আগস্ট।
পরবর্তী দুই ধাপে আবেদন গ্রহণ, ফলাফল প্রকাশ, নিশ্চয়ন ও চূড়ান্ত ভর্তি সম্পন্ন করা হবে। সব ধাপের কার্যক্রম শেষ করে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একুশে সংবাদ//র.ন