রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ২০২৪–২০২৫ অর্থবছরের শ্রেষ্ঠ জোনাল ব্যবস্থাপক (উপ-মহাব্যবস্থাপক) হিসেবে সম্মাননা অর্জন করেছেন মো. রুহুল আমিন। পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং গ্রাহকসেবায় আন্তরিকতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় মো. রুহুল আমিন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আলহামদুলিল্লাহ! এই সম্মান আমার চাকরি জীবনের এক গৌরবময় অর্জন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সদাশয় ব্যবস্থাপনার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ—তাদের নিরবিচার বিশ্বাস ও সহায়তা ছাড়া এই অর্জন সম্ভব হতো না।”
তিনি আরও বলেন, “এই কৃতিত্ব আমি আমার সকল সহকর্মীদের উৎসর্গ করছি। তাঁদের আন্তরিক সহযোগিতা, নিরলস পরিশ্রম ও অকুণ্ঠ সমর্থনই আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছে।”
প্রতিবছর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দক্ষতা, নেতৃত্ব ও সেবার মান বিবেচনায় বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মধ্য থেকে শ্রেষ্ঠদের নির্বাচন করে সম্মাননা প্রদান করে। এবারের নির্বাচনে মো. রুহুল আমিনের এই অর্জন ব্যাংকিং সেক্টরের ভেতরে যেমন উদ্দীপনার সৃষ্টি করেছে, তেমনি নতুন প্রজন্মের কর্মকর্তাদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে