AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাইলস্টোন কলেজে সীমিত পরিসরে ক্লাস শুরু হচ্ছে ২৭ জুলাই


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২০ এএম, ২৪ জুলাই, ২০২৫

মাইলস্টোন কলেজে সীমিত পরিসরে ক্লাস শুরু হচ্ছে ২৭ জুলাই

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর বন্ধ হয়ে যাওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ২৭ জুলাই (রোববার) থেকে সীমিত পরিসরে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হবে, অন্য শ্রেণিগুলোর ক্লাস পরে ধাপে ধাপে চালু করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি জানান, দুর্ঘটনার পর প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। সেই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও পাঠচক্রে ফেরাতে ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজের একটি ভবনের উপর আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর কলেজ কর্তৃপক্ষ সাময়িকভাবে সব শিক্ষা কার্যক্রম স্থগিত করে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অভিভাবক ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে কলেজ চত্বরে একটি ‘নিয়ন্ত্রণ কক্ষ’ (কন্ট্রোল রুম) স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা পরিষদের দুই সদস্য। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, এই নিয়ন্ত্রণ কক্ষ প্রতিদিন নিহত ও আহতদের সর্বশেষ তথ্য প্রকাশ করবে এবং তা কলেজের রেজিস্ট্রার তথ্যের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করা হবে।

 

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!