AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩৫ পিএম, ২৪ জুলাই, ২০২৫

ঢাকা সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধীনে ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। এর আগে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর বিস্তারিত আবেদন প্রক্রিয়া জানানো হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস হোসেন।

তিনি জানান, “আজকের বৈঠকে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী—২২ আগস্ট বিকেলে ও ২৩ আগস্ট সকালে দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে।”

ভর্তিপরীক্ষার কারিগরি সহায়তায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহযোগিতা করবে বলেও জানান অধ্যাপক ইলিয়াস হোসেন। তিনি আরও বলেন, “পরীক্ষা আয়োজনের অন্যান্য দিক নিয়েও আলোচনা হয়েছে। আগামী ২৬ জুলাই (শনিবার) ভর্তি কমিটির পরবর্তী সভায় পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশসহ অন্যান্য দিক চূড়ান্ত করা হবে।”

এর আগে, ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাত কলেজের ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের ভর্তি কার্যক্রম প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামক স্বতন্ত্র কাঠামোর আওতায় পরিচালিত হবে।

উল্লেখ্য, সাতটি কলেজ হলো—

  • ঢাকা কলেজ

  • ইডেন মহিলা কলেজ

  • বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

  • সরকারি বাঙলা কলেজ

  • কবি নজরুল সরকারি কলেজ

  • সরকারি তিতুমীর কলেজ

  • সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!