AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫২ পিএম, ৩ জুলাই, ২০২৫

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্সে নিয়োজিত শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে চলেছে। প্রায় ৩২ বছর পর তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১’ পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য শিগগিরই অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মো. জমির হোসেন জানান, দেশের ৪৯৫টি কলেজে প্রায় ৩ হাজার ৫০০ শিক্ষক রয়েছেন, যারা ১৯৯২ সাল থেকে বিনা বেতনে পাঠদান করে আসছেন। এইচএসসি ও ডিগ্রি পাস কোর্সের শিক্ষকরা এমপিওভুক্ত হলেও অনার্স ও মাস্টার্স কোর্সের শিক্ষকরা এই সুবিধা থেকে বঞ্চিত।

তিনি জানান, তাদের এমপিওভুক্ত করতে বছরে আনুমানিক ১১১ কোটি টাকা প্রয়োজন হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টিকে মানবিক দৃষ্টিতে দেখছেন বলেও জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তাজকির উজ জামান বলেন, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে ১১২ কোটি টাকার প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন মিললে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এনটিআরসিএ চেয়ারম্যান, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!