ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুইজন শারীরিক প্রতিবন্ধী ও বয়োবৃদ্ধ দরিদ্র ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তোফাজ্জল ইসলাম ও শাহ আলম মিয়ার মাঝে একটি করে হুইলচেয়ার তুলে দেন ইউএনও মোঃ মোশারফ হোসাইন।
এ সময় কালিচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের অন্যান্য সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে