আগামী আগস্ট মাস থেকে স্কুল-কলেজে শনিবার ক্লাস চালু হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বার্তা ছড়িয়ে পড়লেও, সেটিকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাবিষয়ক সরকারি সংস্থাগুলো।
সোমবার (২৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক ইউনুছ ফারুকী বলেন, “আগস্ট থেকে সাপ্তাহিক ছুটি বাতিল করা হচ্ছে বলে যে দাবি করা হচ্ছে, সেটির কোনো ভিত্তি নেই। আমরা এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। শুক্রবার ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।”
তিনি আরও জানান, “কারা এসব গুজব ছড়াচ্ছে তা নিশ্চিতভাবে বলা কঠিন। তবে স্পষ্ট করে বলছি, ছুটির বিষয়ে সরকার এখনও কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি।”
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) পরিচালক (নীতিমালা ও কার্যক্রম) মোহাম্মদ কামরুল হাসানও একই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে শনিবার ক্লাস চালুর কোনো সিদ্ধান্ত হয়নি। এটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর একটি গুজব।”
মাউশি ও ডিপিই উভয় সংস্থাই জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি সংক্রান্ত কোনো পরিবর্তন হলে তা নির্দিষ্ট বিজ্ঞপ্তি ও সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। ভুয়া খবর দেখে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানানো হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও পেজে ‘আগস্ট থেকে শুক্র ও শনিবার ছুটি বাতিল করা হচ্ছে’ এমন বার্তা ছড়িয়ে পড়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দুই অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের কোনো নীতিগত সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে