আজ মঙ্গলবার (৮ জুলাই) থেকে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিওভুক্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এমপিও শাখা এ তথ্য জানিয়েছে। যদিও শুরুতে ৩ জুলাই থেকে আবেদন কার্যক্রম শুরুর কথা ছিল, তবে কারিগরি কারণে তা পিছিয়ে আজ থেকে শুরু করা হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মো. আব্দুল হান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫’ অনুযায়ী নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া পরিচালিত হবে। আবেদনকারীরা অনলাইনের বাইরে অন্য কোনো মাধ্যমে (ডাক, ই-মেইল বা সরাসরি) আবেদন করতে পারবে না।
আবেদন করতে হলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (www.tmed.gov.bd), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর (www.dme.gov.bd) অথবা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো-ব্যানবেইস (www.banbeis.gov.bd)-এর ওয়েবসাইটে গিয়ে “Online Ebtedie MPO Application” শিরোনামের লিংকের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করে এমপিওভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
একুশে সংবাদ/স.ট/এ.জে