অনিবার্য কারণে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাতে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন কৃষি, ডিপ্লোমা ইন টেক্সটাইল, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড, এইচএসসি (ভোকেশনাল) এবং এইচএসসি (বিএমটি)–সহ বোর্ডের আওতাধীন ১০ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে অন্যদিনের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
একুশে সংবাদ/স.ট/এ.জে