AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ জুলাই : যেভাবে জানা যাবে ফলাফল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২৭ পিএম, ৮ জুলাই, ২০২৫

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ জুলাই : যেভাবে জানা যাবে ফলাফল

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। দুপুর ২টায় ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

মঙ্গলবার (৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলাফল প্রকাশের নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নিয়ম অনুসারেই শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএসের মাধ্যমে তাদের ফল জানতে পারবে।

ফলাফল দেখার নিয়ম:
শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখতে পারবেন।

এসএমএসে ফল পেতে:
মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
SSC বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নম্বর ২০২৫
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2025

মাদরাসা শিক্ষার্থীদের জন্য:
Dakhil MAD রোল নম্বর 2025 লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল এসএমএসে জানিয়ে দেওয়া হবে।

কারিগরি শিক্ষার্থীদের জন্য:
SSC TEC রোল নম্বর 2025 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

বোর্ডের ওয়েবসাইটে EIIN নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলও ডাউনলোড করা যাবে।


এবার ৯টি সাধারণ বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন ছাত্র এবং ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন ছাত্রী।
২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে।পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

ফল প্রকাশের পরই শিক্ষার্থীরা তাদের ফল ও রেজাল্ট শিট সংগ্রহ করতে পারবে।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!