AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১২ পিএম, ২৮ জুলাই, ২০২৫

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল উন্নীত করে দশম গ্রেডে উন্নয়ন করেছে সরকার।

সোমবার (২৮ জুলাই) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৬৫ হাজার ৫০২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টে ১২৪/২০২২ নম্বর সিভিল রিভিউ পিটিশনে দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার নির্দেশ আসে। ওই নির্দেশের ধারাবাহিকতায় দেশের সকল প্রধান শিক্ষকের বেতন স্কেল একইভাবে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে বলা হয়, এতদিন প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১১তম এবং প্রশিক্ষণবিহীনরা ১২তম গ্রেডে বেতন পেতেন। তবে এখন থেকে সবাই দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন, যা প্রধান শিক্ষকদের বহুদিনের প্রত্যাশা পূরণে সহায়ক হবে।

সরকারি সিদ্ধান্তে বলা হয়েছে, এ পদক্ষেপে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং তাদের পেশাগত মর্যাদা আরও সুসংহত হবে। এতে করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের উৎসাহ ও সক্রিয়তা বাড়বে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দশম গ্রেড প্রদান প্রধান শিক্ষকদের প্রতি সরকারের শ্রদ্ধা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে এক মহাসমাবেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল—সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেড, প্রধান শিক্ষকদের জন্য ২০১৪ সালের ৯ মার্চ থেকে দশম গ্রেড বাস্তবায়ন, সিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!