ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংসদ, লক্ষ্মীপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুর রহিম আসাদ। তিনি বলেন, “জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। তাদের আত্মত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন জরুরি।”
সংগঠনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে: জুলাই ঘোষণাপত্র ও ‘জুলাই সনদ’ প্রণয়ন, জুলাই গণহত্যার বিচার, জুলাই বিপ্লবে শহীদদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা প্রদান, জুলাই বিপ্লবকে সুসংহত রাখতে একটি বিপ্লবী ফোর্স গঠন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সংগঠনটি ১ জুলাই থেকে ৩৬ দিনের ‘জুলাই কর্মসূচি’ ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট (৩৪ জুলাই ভুলক্রমে লেখা হয়েছিল) জাতীয় শহীদ মিনারে এক ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন নাহিদ, মাজহারুল ইসলাম আনাস, সদস্য সাকিব হোসেন হৃদয় ও শাহাদাত হোসেন প্রমুখ।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে