AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাত্র সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি বিপ্লবী ছাত্রসংসদের


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৮:১৭ পিএম, ৩১ জুলাই, ২০২৫

ছাত্র সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি বিপ্লবী ছাত্রসংসদের

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংসদ, লক্ষ্মীপুর জেলা শাখা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুর রহিম আসাদ। তিনি বলেন, “জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। তাদের আত্মত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন জরুরি।”

সংগঠনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে: জুলাই ঘোষণাপত্র ও ‘জুলাই সনদ’ প্রণয়ন, জুলাই গণহত্যার বিচার, জুলাই বিপ্লবে শহীদদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা প্রদান, জুলাই বিপ্লবকে সুসংহত রাখতে একটি বিপ্লবী ফোর্স গঠন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সংগঠনটি ১ জুলাই থেকে ৩৬ দিনের ‘জুলাই কর্মসূচি’ ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট (৩৪ জুলাই ভুলক্রমে লেখা হয়েছিল) জাতীয় শহীদ মিনারে এক ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন নাহিদ, মাজহারুল ইসলাম আনাস, সদস্য সাকিব হোসেন হৃদয় ও শাহাদাত হোসেন প্রমুখ।

 

একুশে সংবাদ/ল.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!