বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণে এমপিওভুক্তির তারিখের পরিবর্তে চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরুর নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১ জুলাই) এই রুল জারি করেন।
এর আগে, শেরপুরের নালিতাবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক মোহাম্মদ রেজাউল করিম ও মকবুল হোসেন মুকুলসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৮০ জন প্রভাষক এই বিষয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।
রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া জানান, “দেশের প্রায় ৩০ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় এমপিওভুক্তির তারিখ থেকে, যা বৈষম্যমূলক। অন্যসব সরকারি চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকেই চাকরির মেয়াদ গণনা করা হয়। এই বৈষম্য নিরসনের দাবিতে রিট দায়ের করা হয়েছে।”
রিটকারী শিক্ষকদের সমন্বয়ক প্রভাষক মকবুল হোসেন মুকুল বলেন,“দেশজুড়ে জ্যেষ্ঠতা বঞ্চিত শতাধিক শিক্ষকের পক্ষে আমরা এই রিট করেছি। আশা করছি, আদালত প্রথম যোগদানের তারিখ থেকেই জ্যেষ্ঠতা গণনার নির্দেশনা দেবেন। এতে শিক্ষক সমাজের দীর্ঘদিনের জটিলতা ও বৈষম্য দূর হবে।”
একুশে সংবাদ/শে.প্র/এ.জে