AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪ সরকারি কলেজ ও ২১ ভবনের নাম পরিবর্তন


Ekushey Sangbad
মোঃ আল যাবিদ হাসান
০৪:২৮ পিএম, ২৯ জুলাই, ২০২৫

৪ সরকারি কলেজ ও ২১ ভবনের নাম পরিবর্তন

দেশের চারটি সরকারি কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থাকা ২১টি ভবনের নাম পরিবর্তন করেছে সরকার। এসব পরিবর্তনে আওয়ামী লীগপন্থী নেতাদের নাম বাদ দিয়ে নিরপেক্ষ বা ভৌগোলিক পরিচিতি যুক্ত করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কলেজ ও স্থাপনার নাম পরিবর্তনের ক্ষেত্রে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ সংক্রান্ত শাখার পরামর্শ এবং শিক্ষা বিভাগের ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারির চিঠির আলোকে পদক্ষেপ নেওয়া হয়েছে।

নাম পরিবর্তিত চারটি সরকারি কলেজ:

১. শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল → সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল
২. সরকারি জয়বাংলা কলেজ, খুলনা → খুলনা সরকারি কলেজ, খুলনা
৩. জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ, ভৈরব → ভৈরব সরকারি মহিলা কলেজ
৪. রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ, ইটনা → ইটনা সরকারি কলেজ

নাম বদলানো ভবন ও স্থাপনা:

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন কলেজে থাকা ছাত্রীনিবাস, একাডেমিক ভবন ও ছাত্রাবাসের নাম থেকে বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম সরিয়ে নিরপেক্ষ নামকরণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন:

> বরগুনা সরকারি মহিলা কলেজের "শেখ হাসিনা ছাত্রীনিবাস" → বরগুনা সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাস

> ঢাকা কলেজের "শেখ কামাল হল" → বিজয় ২৪

> ঢাকা কলেজের "শেখ জামাল একাডেমিক ভবন" → জুলাই ৩৬ একাডেমিক ভবন

> শরীয়তপুর সরকারি কলেজের "শেখ রাসেল ছাত্রাবাস" → শহীদ মামুন ছাত্রাবাস

> তিতুমীর কলেজের "ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন" → নতুন বিজ্ঞান ভবন

একইভাবে বিভিন্ন কলেজের "বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস" নামও পরিবর্তন হয়েছে। যেমন:

> রাজবাড়ী সরকারি কলেজ → তাপসী রাবেয়া ছাত্রীনিবাস

> দিনাজপুর সরকারি কলেজ → ছাত্রীনিবাস-৩

এছাড়া নরসিংদী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, যশোর, পাবনা ও সন্দ্বীপের বিভিন্ন সরকারি কলেজেও একই ধরনের নাম পরিবর্তন করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!