মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পল্লী চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণে গবাদিপশুর মৃত্যু বাড়ছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় পশু খামারিরা। এতে বিপাকে পড়েছেন অনেক ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের খামারি।
ভুক্তভোগী খামারিরা জানান, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা ছাড়াই অনেক পল্লী চিকিৎসক পশু চিকিৎসা করছেন। ফলে সঠিক রোগ নির্ণয় না হওয়ায় সময়মতো চিকিৎসা না পেয়ে গরু-ছাগলের মৃত্যু ঘটছে। কেউ কেউ আবার খামারিদের ভুল বুঝিয়ে, অসুস্থ পশু ‘ভালো করে দিবে’ এই মর্মে আশ্বস্ত করে দালালের মাধ্যমে অল্প টাকায় পশু কিনে নেয় এবং পরে তা বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন বলেন, “বিভিন্ন উপজেলা থেকে আসা কিছু কথিত পল্লী চিকিৎসক আমাদের নাম ব্যবহার করে চিকিৎসা দিচ্ছেন। ফলে খামারিরা বিভ্রান্ত হচ্ছেন এবং ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা একাধিকবার অভিযানে ব্যবস্থা নিয়েছি, কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালীদের সহযোগিতায় তারা আবারও এই কাজ শুরু করে।”
তিনি আরও বলেন, “প্রতারণার শিকার হয়ে অনেক খামারি আবার প্রাণিসম্পদ দপ্তরের বিরুদ্ধেই অভিযোগ করেন, অথচ আমরা সাধারণ খামারিদের পাশে থেকে কাজ করছি। পশু চিকিৎসায় কোনো অবহেলা বা প্রতারণা বরদাস্ত করা হবে না। লিখিত অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।”
প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ সমস্যা সমাধানে স্থানীয় খামারিদের সচেতন করতে প্রচার কার্যক্রম চালানো হচ্ছে এবং কথিত পল্লী চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

