রাজধানীর মহাখালী আমতলী এলাকায় গুলশান ফিলিং স্টেশনের একটি রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন— স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮), খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, মহাখালীর ফিলিং স্টেশন থেকে সাতজন দগ্ধ রোগী আনা হয়েছে এবং তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
আহতদের সঙ্গে থাকা নিয়াজ মাহমুদ নামের এক ব্যক্তি জানান, দুপুর ১টার দিকে ট্যাঙ্ক পরিষ্কার করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে কর্মচারীসহ সাতজন আগুনে দগ্ধ হন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, এখন পর্যন্ত তাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছায়নি। তবে ঘটনাটি যাচাই করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

