AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মনিরামপুর সমিতি ঢাকা‍‍`র নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৫:২৩ পিএম, ২৪ অক্টোবর, ২০২৫

মনিরামপুর সমিতি ঢাকা‍‍`র নির্বাচন অনুষ্ঠিত

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মনিরামপুর সমিতি, ঢাকা-এর দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার। উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা। উন্নয়নের প্রতীক হতে চান প্রার্থীরা।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ের ঢাকা রাজধানী উচ্চ বিদ্যালয়ে চলে ভোটগ্রহণ। সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৩৯০ জন। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ১৬টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আবুল কালাম আজাদ ও মোঃ আখতারুজ্জামান; সহ-সভাপতি পদে মধুসূদন মন্ডল, মোঃ জিয়াউদ্দিন বাবলু, ও মোঃ ইদ্রিস আলী; সাধারণ সম্পাদক পদে ড. মোঃ মিজানুর রহমান ও এস এম আতাউর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ও মোঃ মেহেদী ইমরান; কোষাধ্যক্ষ পদে ড. কাজী হুমায়ুন কবীর ও মোঃ আব্দুল ওহাব; সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেন ও মোঃ হাসানুজ্জামান; দপ্তর ও প্রচার সম্পাদক পদে মোঃ আব্দুস সবুর হোসেন ও মোঃ শরীফুল হাসান খান; আইন ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মোঃ আব্দুল কাদের ও মোহাম্মদ সালাউদ্দিন; মহিলা বিষয়ক সম্পাদক পদে মোছা. তহমিনা খাতুন ও শামীমা সুলতানা ইতি; স্বাস্থ্য, পরিবেশ ও কৃষি বিষয়ক সম্পাদক পদে এস এম হাসানুজ্জামান ও ফিরোজ আলম; ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে কাজী জহুরুল ইসলাম বুলবুল ও মোহাম্মদ রাহাদুজ্জামান রিয়াদ; ছাত্র বিষয়ক সম্পাদক পদে কৃষিবিদ বিএম আলমগীর কবীর ও হেলাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে শফিকুল বারী, মোঃ নাজমুল হক টিটো, আশরাফুল কবির তুহীন, আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল খালেক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট দিতে আসা একাধিক ভোটার একুশে সংবাদকে বলেন, আমরা চাই এমন একজন সৎ ও যোগ্য নেতা নির্বাচিত হোক যিনি সংগঠনকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নিতে পারবেন। মনিরামপুরবাসীর এই ঐতিহ্যবাহী সংগঠন যেন প্রবাসী ও ঢাকাবাসী মনিরামপুরের সন্তানদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, সেই আশা করি। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই সমিতির উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য। 

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী বলেন, মনিরামপুর সমিতি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। আমরা সবাই চাই এটি যেন ঐক্য, সংস্কৃতি ও উন্নয়নের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ফল যাই হোক, আমরা সবাই একসঙ্গে কাজ করব। জয়ী হলে নির্বাচনী ইশতেহারের সকল কর্মকাণ্ড সম্পন্ন করব। হেরে গেলেও সমিতির সকল উন্নয়ন কাজ গুলোর সাথে থাকব। এই সমিতি আমাদের সকলের, সবাই এক পরিবার হয়ে থাকব।

ভোটগ্রহণের সার্বিক দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোঃ শামীম আহমেদ ভূঁইয়া বলেন, নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল থেকেই ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের ঘটনা ঘটেনি। প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে মনিরামপুর সমিতির নতুন নেতৃত্ব আগামী দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবে।

মনিরামপুর সমিতি, ঢাকা- এমন একটি সামাজিক সংগঠন, যার সদস্যরা যশোর জেলার মনিরামপুর উপজেলার গ্রামের বাড়ির মানুষ হলেও বর্তমানে ঢাকায় বসবাস করছেন; বিভিন্ন শ্রেণি ও পেশার এই মানুষদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং এলাকার উন্নয়নে অবদান রাখার লক্ষ্যেই সংগঠনটি গঠিত হয়েছে। এছাড়াও নির্বাচনের দিন অনেকে যশোর থেকেও বিশেষভাবে ঢাকায় এসেছিলেন এই নির্বাচন উৎসব উপভোগ করতে।

নির্বাচন চলাকালীন বিদ্যালয় প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকালের দিকে তুলনামূলক কম ভিড় থাকলেও দুপুরের পর ভোটারদের উপচেপড়া ভিড় দেখা যায়।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/ এ.জে

Link copied!