AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে মুভমেন্ট ডিজঅর্ডার চিকিৎসায় ডিপ ব্রেইন স্টিমুলেশন সার্জারির নতুন মাইলফলক


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
১১:২১ এএম, ২৭ অক্টোবর, ২০২৫

দেশে মুভমেন্ট ডিজঅর্ডার চিকিৎসায় ডিপ ব্রেইন স্টিমুলেশন সার্জারির নতুন মাইলফলক

দেশে প্রথমবারের মতো মুভমেন্ট ডিজঅর্ডার চিকিৎসায় ডিপ ব্রেইন স্টিমুলেশন (Deep Brain Stimulation-DBS) সার্জারির রোগীর বুকে ব্যাটারি প্রতিস্থাপন (Battery Replacement) সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি ওয়ার্কশপ এর আয়োজন করে Credible Solution।

সোমবার (২৭ অক্টোবর) সকালে এ অপারেশনটি সম্পন্ন হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে। সার্জারি পরিচালনা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান।

এ সময় ওয়ার্কশপে উপস্থিত ছিলেন Beijing PINS Medical কোম্পানির সিইও মি. জেসন, অধ্যাপক ডাঃ শফিকুল ইসলাম, প্রফেসর ড. ফজলে এলাহী মিলাদ, সহকারী  অধ্যাপক ডাঃ মশিউর রহমান মজুমদার, সহকারী অধ্যাপক মমতাজুল হক, সহকারী অধ্যাপক ড শামসুল ইসলাম খান, সহকারী অধ্যাপক ডাঃ মোতাশিমুল হাসান শিপলু, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা ইশরাত জাহান রিফাত, সহকারী অধ্যাপক ডা খালেদ আহমেদুর রহমান, সহকারী অধ্যাপক ড. নুরুজ্জামান খান খসরু, সহকারী অধ্যাপক ড রাশেদ মাহমুদ, সহকারী অধ্যাপক ডাঃ সুমন রানা সহ অনেকেই।

এই সার্জারিতে ইমপ্ল্যান্ট বা ব্যাটারি প্রদান করেছে Credible Solution. যারা Beijing PINS Medical কোম্পানির একমাত্র পরিবেশক। PINS হলো ডিপ ব্রেইন স্টিমুলেশন (DBS) প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বব্যাপী স্বীকৃত এবং বিশ্বের বৃহত্তম কোম্পানি। Credible Solution এই DBS ডিভাইস এবং এর ব্যাটারি বাংলাদেশে সরবরাহ করছে।

রোগীর নাম মো. জাকির হোসেন (৩৯)। তিনি ২০১৭ সালে ডিপ ব্রেইন স্টিমুলেশন (DBS) সার্জারি করেছিলেন। DBS ডিভাইস গুলোর ব্যাটারি দুই ধরনের, Rechargeable ও Non-rechargeable। আজকের ব্যাটারিটি Non-rechargeable, যেটি প্রতিস্থাপন করা হয় ।

ডিপ ব্রেইন স্টিমুলেশন (DBS) একটি উন্নত নিউরোসার্জিক্যাল পদ্ধতি, যার মাধ্যমে মস্তিষ্কের নির্দিষ্ট অংশে ইলেকট্রোড স্থাপন করে বৈদ্যুতিক তরঙ্গের সাহায্যে স্নায়ুতন্ত্রের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়। এটি পারকিনসন্স ডিজিজ, ডাইস্টোনিয়া, ও অন্যান্য মুভমেন্ট ডিজঅর্ডারসহ বিভিন্ন স্নায়ুবিক ব্যাধির চিকিৎসায় ব্যবহৃত হয়।

বিশেষজ্ঞদের মতে, এই সার্জারি বাংলাদেশে মুভমেন্ট ডিসঅর্ডার চিকিৎসার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। কারণ, দীর্ঘমেয়াদে ব্যাটারি পরিবর্তন করে রোগীর জীবনমান উন্নত করা সম্ভব হচ্ছে দেশেই, বিদেশে না গিয়ে।

পারকিনসন্স হলো এক ধরনের চলাফেরাজনিত স্নায়ুবিক রোগ, যা মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত কম্পন, ধীরগতিতে নড়াচড়া, অনমনীয় পেশি, ও ভারসাম্যহীনতায় ভোগেন। মস্তিষ্কের ডোপামিন উৎপাদনকারী কোষের অবক্ষয়ের কারণে রোগটি দেখা দেয়।

অন্যদিকে, ডিস্টোনিয়া এক ধরনের মুভমেন্ট ডিসঅর্ডার, যেখানে রোগীর পেশিগুলো অনিচ্ছাকৃতভাবে সংকুচিত হয়ে পুনরাবৃত্তিমূলক বা অস্বাভাবিক নড়াচড়া সৃষ্টি করে। এটি শরীরের একটি অংশ (ফোকাল), একাধিক অংশ (সেগমেন্টাল) বা পুরো শরীরকেই (জেনারালাইজড) প্রভাবিত করতে পারে।

চিকিৎসকরা জানান, ডিপ ব্রেইন স্টিমুলেশন সার্জারি এ ধরনের রোগে আক্রান্তদের জন্য একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি, যা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কমিয়ে জীবনের মান উন্নত করতে সহায়তা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, এই সার্জারি দেশের জন্য এক বড় অর্জন। আমরা এখন মুভমেন্ট ডিজঅর্ডার রোগীদের উন্নত ব্রেইন স্টিমুলেশন চিকিৎসা সম্পূর্ণভাবে বাংলাদেশেই দিতে পারছি।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে

Link copied!