দায়িত্ব ও নৈতিকতার সমন্বয়ে যখন সাংবাদিকতা দাঁড়ায় মানুষের অধিকারের পক্ষে, তখন সেই পথচলার স্বীকৃতি হয়ে ওঠে সমাজের অনুপ্রেরণা। ঠিক এমনই এক অনুপ্রেরণার নাম জিয়াদুল ইসলাম। মুকসুদপুরের মাটি থেকে উঠে এসে তিনি জাতীয় পর্যায়ে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার অর্জন করেছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) পেশাদার সংবাদকর্মীদের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ সংগঠন। ২০২৫ সালের সেরা রিপোর্টারের পুরস্কার পেয়েছেন দৈনিক আমাদের সময়-এর সিনিয়র রিপোর্টার, মুকসুদপুরের গর্ব জিয়াদুল ইসলাম।
‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ শিরোনামের এই সম্মাননা তার অনুসন্ধানী সাংবাদিকতার ধারাবাহিক অর্জনের একটি উজ্জ্বল সংযোজন।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিজয়ী সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগদের ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
এ বছর সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন ও রেডিও বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৭ জন রিপোর্টার পুরস্কার পেয়েছেন। এর মধ্যে আর্থিক খাত (ব্যাংক, বীমা, পুঁজিবাজার) বিভাগে শীর্ষ পুরস্কার অর্জন করেছেন জিয়াদুল ইসলাম।
জিয়াদুল ইসলামের সাংবাদিকতা সাফল্যের ইতিহাস সমৃদ্ধ। তিনি পূর্বে পেয়েছেন:ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৯, নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১, দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ (দুর্নীতিবিরোধী সাংবাদিকতার জন্য), ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩, বিসিসিসিআই-ইআরএফ জার্নালিজম অ্যাওয়ার্ড-২০২৩, ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪, এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ ।
মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক মধুমতিকন্ঠ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ, এবং সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠ এর মুকসুদপুর প্রতিনিধি শরিফুল রোমান জিয়াদুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জিয়াদুল ইসলামের এই সাফল্য কেবল একজন সাংবাদিকের ব্যক্তিগত অর্জন নয়; এটি প্রমাণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা এখনও সম্ভব, এবং অনুসন্ধানী সাংবাদিকতা সমাজে পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

