AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গার্মেন্টস শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অ্যাপারেল এক্সপোর্ট লিমিটেডের জয়


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৪:২৫ পিএম, ২৪ অক্টোবর, ২০২৫

গার্মেন্টস শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অ্যাপারেল এক্সপোর্ট লিমিটেডের জয়

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কর্মকর্তা ও শ্রমিকদের অংশ গ্রহণে মিরপুর আন্ত গার্মেন্টস ফুটবল প্রতিযোগিতার রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ। ছয়টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় অ্যাপারেল এক্সপোর্ট লিমিটেড ও ব্যাবিলন গার্মেন্টস লিমিটেড।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে এই খেলার আয়োজন করা হয়। প্রতিটি দলে নয়জন করে মোট ১৮ জন খেলোয়াড় অংশ নেন। খেলোয়াড়দের সমন্বয়, গতি ও কৌশল দর্শকদের মুগ্ধ করে। 

নিয়মিত ৬০ মিনিটের খেলায় দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও কেউ গোল করতে পারেনি। ফলে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ২০ মিনিট খেলা হয়। তাতেও গোল না হওয়ায় ম্যাচের ফল নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ এই টাইব্রেকারে অ্যাপারেল এক্সপোর্ট লিমিটেড ২–১ গোলে ব্যাবিলন গার্মেন্টস লিমিটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলার মাঠে উপস্থিত ছিলেন ব্যাবিলন গার্মেন্টস লিমিটেডের অপারেশন ডিএমজি মো. কাদের এবং অ্যাপারেল এক্সপোর্ট লিমিটেডের এইচআর ও কমপ্লায়েন্স মোঃ সুমন সহ বিভাগের কর্মকর্তারা।

এ সময় মোঃ সুমন জানান, গার্মেন্টস কর্মীদের মধ্যে সৌহার্দ্য, দলীয় চেতনা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখা হবে। এছাড়াও আজকের মত সব সময় গার্মেন্টস কর্মীদের একে অপরের পাশে থাকতে চাই। জয় পরাজয় নয়, সকলের জয় হিসেবে আজকের এই ফাইনাল খেলা। 

মোঃ কাদের বলেন, এ ধরনের আয়োজনে সকলের অংশগ্রহণ প্রয়োজন। শ্রমিকদের উন্নয়নের অংশ হিসেবে এটা ভালো ভূমিকা রাখবে। দেশের সকল গার্মেন্টস কর্মীদের নিয়ে এধরনের আয়োজন করার চেষ্টা করব। এই খেলার মাধ্যমে একে অপরের প্রতি আন্তরিক হয়ে উঠে। 

খেলা শেষে বিজয়ী দল অ্যাপারেল এক্সপোর্ট লিমিটেডকে বিজয়ীর ট্রফি (কাপ) তুলে দেওয়া হয়।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/ এ.জে

Link copied!