AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৫০ পিএম, ১৩ নভেম্বর, ২০২৫

জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের সামনে থেকে দুটি ড্রামের ভেতর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ড্রাম দুটি খুলে মরদেহের খণ্ডিত অংশ দেখতে পায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রামের ভেতরে চাল ভরা ছিল এবং কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল দেহের বিভিন্ন অংশ। এক পর্যায়ে শাহাদাত হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি পুলিশের নির্দেশে ড্রাম খুলে মরদেহ বের করেন।

তিনি বলেন, “পুলিশ এসে আমাকে ড্রাম খুলতে বলে। খুলে দেখি, ভেতরে একজন মানুষের খণ্ডিত দেহ।”

এ বিষয়ে ওসি খালিদ মনসুর জানান, “ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু-এক দিন আগে হত্যার পর মরদেহ এখানে ফেলে দেওয়া হয়েছে। তদন্ত চলছে।”

পুলিশ জানায়, মরদেহের গলা থেকে পা পর্যন্ত অংশগুলো আলাদা করা হয়েছে। মুখে দাড়ি রয়েছে এবং নিহতের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হতে পারে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - রাজধানী

Link copied!