আনন্দ উল্লাসের মধ্য দিয়ে, সকলের অংশগ্রহণে বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ এর ত্রিবার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশ থেকে আগত ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। উন্নয়নের প্রার্থীকে জয়ী করার আশ্বাস তাদের। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নের অঙ্গিকার প্রার্থীদের। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর কাওরানবাজার পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। মোট ভোটার সংখ্যা ১৬০৬। নির্বাচনে দুটি প্যানেলে ৪১ জন করে মোট ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
কায়সার-আবরার-মাজহারুল পরিষদে সভাপতি পদে মোঃ কায়সার হোসেন, কার্যকরী সভাপতি একেএম সাইয়েদুল আবরার, মহাসচিব মোঃ মাজহারুল ইসলাম, সহ-সভাপতি-১ মোঃ মিজানুর রহমান খান, সহ-সভাপতি-২ মোঃ সোহরাব হোসেন, সহ-সভাপতি (ঢাকা বিভাগ) মোঃ ফারুক হোসেন খান, মোঃ নুরুল হক (ময়মনসিংহ বিভাগ), মোঃ শেখ ফরিদ (চট্টগ্রাম বিভাগ), মোঃ ফারুক হোসেন (সিলেট বিভাগ), মোঃ হেলাল উদ্দিন (রাজশাহী বিভাগ), মোঃ শাহজাহান আলী (রংপুর বিভাগ), ভি এম কাইসুজ্জামান (খুলনা বিভাগ), মোঃ জসীম উদ্দিন (বরিশাল বিভাগ), যুগ্ম মহাসচিব-১ মোঃ সোহেল রশিদ, যুগ্ম মহাসচিব-২ মোঃ রিয়াজ উদ্দিন, যুগ্ম-মহাসচিব মোঃ আমিরুজ্জামান (ঢাকা বিভাগ), মোঃ মাহবুব আলম (ময়মনসিংহ বিভাগ), মোঃ মহিউদ্দিন ভূঁইয়া (চট্টগ্রাম বিভাগ), কুকিয়া সুলতানা (সিলেট বিভাগ), রাজু আহমেদ (রাজশাহী বিভাগ), সুদর্শন বিশ্বাস (রংপুর বিভাগ), মোঃ মামুন অর রশিদ (খুলনা বিভাগ), মোঃ উজ্জ্বল তালুকদার (বরিশাল বিভাগ), সাংগঠনিক সম্পাদক-১ কাজী মাহবুব হাছান, সাংগঠনিক সম্পাদক-২ আব্দুস সাত্তার খান মানিক, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক দয়াল কুমার গাইন, প্রচার সম্পাদক মোঃ সরফরাজ উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাজিয়া সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা আকতার, যোগাযোগ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ অনিক রহমান, ধর্ম ও পরিবেশ সম্পাদক দেওয়ান মোহাম্মদ শাহ আলম, নির্বাহী সদস্য শরমিন রহমান, মেহেদী হাসান, রাজ ইসলাম, রঞ্জু দাস, মোঃ ওমর ফারুক, ইলিয়াস হোসেন ও মোঃ মজিবর রহমান।
সাইদুর (কাজল)-ইমরুল-নেছার পরিষদে সভাপতি পদে মোঃ সাইদুর রহমান মজুমদার (কাজল), কার্যকরী সভাপতি মোঃ ইমরুল ইসলাম, মহাসচিব মোঃ নেছার উদ্দিন, সহ- সভাপতি মোঃ শাহজাহান আলী, সহ-সভাপতি মোঃ ফিরোজ আল মামুন, সহ-সভাপতি কাজী মোঃ বেলায়েত হোসেন (ঢাকা বিভাগ), মোঃ গিয়াস উদ্দিন খান (চট্টগ্রাম বিভাগ), মোঃ আখিউল আলম (রাজশাহী বিভাগ), মোঃ আল আমীন (রংপুর বিভাগ), মোঃ বাবুল হোসেন (খুলনা বিভাগ), মোঃ হেমায়েত হোসেন (বরিশাল বিভাগ), মোঃ শফিকুর রহমান (সিলেট বিভাগ), মোঃ আব্দুর রব (ময়মনসিংহ বিভাগ), যুগ্ম মহাসচিব -১ মোঃ মজনু মিয়া, যুগ্ম মহাসচিব -২ মোঃ মনির হোসেন, যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ (ঢাকা বিভাগ), ইমাম হোসাইন (চট্টগ্রাম বিভাগ), মোঃ সিরাজুল ইসলাম (রাজশাহী বিভাগ), মোঃ হারুন অর রশিদ (রংপুর বিভাগ), মোঃ জিল্লুর রহমান (খুলনা বিভাগ), মোঃ রফিকুল ইসলাম (বরিশাল বিভাগ), মোঃ বশির উদ্দিন (সিলেট বিভাগ), মোঃ রফিকুল ইসলাম (ময়মনসিংহ বিভাগ), সাংগঠনিক সম্পাদক -১ এমএ করিম খান, সাংগঠনিক সম্পাদক -২ মোঃ সেলিম হোসেন, অর্থ সম্পাদক মোঃ মতিউর রহমান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মামুন হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাকির উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক অমিতা শর্মা, যোগাযোগ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদ আল মামুন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মুসা সেখ, ধর্ম ও পরিবেশ সম্পাদক সালেহ আহাম্মদ, নির্বাহী সদস্য মোঃ মেজবাহ উদ্দিন, রেজিয়া বেগম, আমেনা বেগম, পারভীন আক্তার, মোঃ তোতা মিয়া, কবির আহমেদ ও লুটাস রেমা।
নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে নির্বাচনের আয়োজন করেন এই নির্বাচন কমিশনার। সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী, আমরা একে অপরের আপনজন। কোন ধরনের সমস্যা নাই। নির্বাচনে জয়ী হলে ইশতেহার বাস্তবায়নে সকল ধরনের পদক্ষেপ নেব। হেরে গেলে, জয়ী প্রার্থীর সাথে থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারীদের মান উন্নয়নে কাজ করব।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর কর্মচারীদের জীবনমান উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুল কাদের বলেন, নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোঃ বজলুর রশিদ, মোঃ হেলাল উদ্দিন ও প্রিজাইডিং অফিসার মোঃ ছাইদুল ইসলাম। এছাড়াও আরও দুই জন নির্বাচন কমিশনার রয়েছে।
একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

