আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার। জয়ী হয়ে সামাজিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর মানিকনগরে স্কুল প্রাঙ্গণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ৪৫৭ ভোটারের মধ্যে ৪৩৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হলেও দু’টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. আবু সালেহ (দপ্তর সম্পাদক) এবং আসমা আক্তার (নারী বিষয়ক সম্পাদক)। বাকি চারটি পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু বক্কর সিদ্দিক (রানা) ও মো. বিল্লাল (জুবায়ের), সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. সাইদুল ইসলাম (সুমন) ও মো. দেলোয়ার হোসেন (বাবু), সাংগঠনিক সম্পাদক পদে মো. ইসমাইল ও মো. জুয়েল রানা এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নুর মোহাম্মদ রাসেল ও সঞ্জয় দাস।
নির্বাচন চলাকালীন সময়ে সভাপতি প্রার্থী আবু বক্কর সিদ্দিক (রানা) ও মো. বিল্লাল (জুবায়ের) একুশে সংবাদকে বলেন, এই স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে থাকলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তারা বলেন, “আমাদের লক্ষ্য—পুরনো সব শিক্ষার্থীদের একত্রিত করা এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী করা। আমরা চাই, এই নেতৃত্ব স্কুলের সুনাম দেশজুড়ে ছড়িয়ে দিক। আমরা প্রার্থীরা ভাই ভাই। যেই জয়ী হবে, তার সাথে এক হয়ে এই সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উন্নয়নের কাজ করব।
একাধিক ভোটার বলেন, সকল পুরনো বন্ধুদের সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। নির্বাচনে অংশ গ্রহণ করা প্রার্থীরা আমাদের আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়েই আগামী দিনে সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকলকে ঐক্যবদ্ধ করবে এটাই আমাদের প্রত্যাশা।
নির্বাচন কমিশনার এস এম মাইনুল হাসান বলেন, সকাল থেকেই অত্যন্ত সুন্দর ও শান্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে। যারা ভোট দিচ্ছেন সবাই একই স্কুলের প্রাক্তন ছাত্র, সবাই পরিবারের মতো। আশা করি শেষ পর্যন্ত এমন পরিবেশই বজায় থাকবে। আগামীতে যারা নির্বাচিত হবেন, তারা যেন দলমত নির্বিশেষে অ্যাসোসিয়েশনের উন্নয়ন, সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং মানবিক প্রয়োজনে পাশে থাকার মানসিকতা ধরে রাখতে পারেন—এটাই প্রত্যাশা। কোন ধরনের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই।
একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

