রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে কেউ আহত হয়নি।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে মধুবাগ ব্রিজ এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যায় দুর্বৃত্তরা মধুবাগ ব্রিজের ওপর একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের কারণে নিকটস্থ মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার, উপপরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে গেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

