বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শনিবারও শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। একই সময়ে রাজধানী ঢাকার বাতাসও রয়েছে ‘অস্বাস্থ্যকর’ মাত্রায়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটের তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭০—যা ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত।
প্রকাশিত তালিকায় সবচেয়ে দূষিত শহর দিল্লির একিউআই স্কোর ৪৯৩, যা ‘দুর্যোগপূর্ণ’ বায়ুর অবস্থাকে নির্দেশ করে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর— স্কোর ২৫১। তৃতীয় স্থানে রয়েছে মিশরের কায়রো, স্কোর ২৩৫।

তালিকার শীর্ষ ১০ দূষিত শহরের একিউআই স্কোর ১৬০ থেকে ১৮০–এর মধ্যে ওঠানামা করছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী—০–৫০: বায়ুমান ‘ভালো’, ৫১–১০০: ‘মধ্যম’ বা সহনীয়, ১০১–১৫০: ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১–২০০: ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০: ‘খুবই অস্বাস্থ্যকর’, ৩০১–৫০০: ‘বিপজ্জনক’ ।
এই হিসেবে ঢাকার ১৭০ স্কোর সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দীর্ঘসময় এমন বায়ুদূষণে অবস্থান শ্বাসকষ্ট, চোখ-নাক জ্বালা ও বিভিন্ন দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা বাড়াতে পারে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

