AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনারগাঁও হোটেল এর শ্রমিক ও কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৫:৩২ পিএম, ৯ নভেম্বর, ২০২৫

সোনারগাঁও হোটেল এর শ্রমিক ও কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠিত

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রাজধানীর পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এর শ্রমিক ও কর্মচারীদের সংগঠন সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন-এর ১৮তম দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৯টি পদের বিপরীতে দুটি প্যানেল ‘দুলাল-আলম পরিষদ’ ও ‘আজম-সাইফুল পরিষদ’—এর মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭১ জন।

দুলাল-আলম পরিষদের প্রার্থীরা হলেন— সভাপতি পদে দুলাল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক শাহ্ আলম, সি. সহ-সভাপতি জুলিয়েছ ডি সিলভা, সহ-সভাপতি মোঃ আকছার হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ আবু বকর ছিদ্দিক, যুগ্ম সম্পাদক তানভীর আহাম্মদ সিদ্দিকী, সহকারী সম্পাদক মোঃ সাইদুজ্জামান, মোঃ মাইনউদ্দিন মিন, মহিলা বিষয়ক সম্পাদক ইলোরা আগ্নেস ম্রং, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান, অর্থ সম্পাদক হাফেজ মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক খায়রুল আলম, আইন বিষয়ক সম্পাদক এম এ জব্বার চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ শাহীন মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ সাদেকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল কবির।

অন্যদিকে আজম-সাইফুল পরিষদের প্রার্থীরা হলেন-সভাপতি পদে মোঃ আজম খান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সি. সহ-সভাপতি মোঃ মোমেন হোসেন খান, সহ-সভাপতি জাকির হোসেন, মোঃ শাহজাহান আবেদীন, নুর-উস-সালেহীন, এ টি এম মোখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল আলীম, সহকারী সম্পাদক আনোয়ার করিম, মির্জা মনিরুজ্জামান, অর্থ সম্পাদক মাইনুল আহসান সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক ফেরদৌসী শহীদ, মহিলা বিষয়ক সম্পাদক আলিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ সামছুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহমান মোল্যা, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হান্নান এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর।

নির্বাচন চলাকালীন সময়ে উভয় পক্ষের প্রার্থীরা সাধারণত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

দীর্ঘদিন ধরে হোটেল শ্রমিক ইউনিয়নের এই নির্বাচনকে কেন্দ্র করে কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। অনেক ভোটার ও প্রার্থী জানান, ইউনিয়নের এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, বরং শ্রমিকদের অধিকার রক্ষা ও হোটেল ব্যবস্থাপনায় ন্যায্য দাবিদাওয়া প্রতিষ্ঠার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবেও বিবেচিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। প্রার্থীরা ভোটারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন এবং আমরা পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে তদারকি করছি। প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আরও আটজন সদস্য উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

 

একুশে সংবাদ /রাফি/বাবু/ এ.জে

সর্বোচ্চ পঠিত - রাজধানী

Link copied!