AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২৬ ফিফা বিশ্বকাপের মাসকট প্রকাশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:১১ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

২০২৬  ফিফা বিশ্বকাপের মাসকট প্রকাশ

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর এক বছরেরও কম সময় বাকি। এরই মধ্যে আয়োজক সংস্থা ফিফা উন্মোচন করেছে আসরের মাসকট। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—এই তিন আয়োজক দেশকে প্রতিনিধিত্ব করবে তিনটি প্রাণী চরিত্র: ‘ক্লাচ’, ‘জায়ু’ ও ‘ম্যাপল’।

ফিফার এক বিবৃতিতে জানানো হয়, প্রতিটি মাসকট তাদের নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভাষায়, “ম্যাপল, জায়ু আর ক্লাচ আনন্দ, শক্তি ও ঐক্যের প্রতীক। তারা ফিফা বিশ্বকাপের মূল চেতনা বহন করছে।”

‘ম্যাপল দ্য মুজ’ (কানাডিয়ান হরিণ) কানাডার প্রতিটি প্রদেশ ও অঞ্চলের সংস্কৃতি ও মানুষের সঙ্গে সংযোগের প্রতীক। গোলরক্ষকের ভূমিকায় থাকছে এই চরিত্র।
‘ক্লাচ দ্য ঈগল’ যুক্তরাষ্ট্রের আকাশে ওড়া আত্মবিশ্বাসী ঈগল, মাঠে খেলবে মধ্যমাঠের ভূমিকায়, দলের সমন্বয় ঘটাবে।
আর ‘জায়ু দ্য জাগুয়ার’ এসেছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলের জঙ্গল থেকে। নাচ, খাবার ও ঐতিহ্যের মাধ্যমে মেক্সিকান সংস্কৃতিকে ধারণ করা এই চরিত্র প্রতীকী আক্রমণভাগের খেলোয়াড়—যেখানে ক্ষিপ্রতা ও সৃজনশীলতা প্রধান বৈশিষ্ট্য।

ফিফার মতে, এই তিন চরিত্র একসঙ্গে ফুটবলের ঐক্য, বৈচিত্র্য ও আবেগের প্রতিনিধিত্ব করবে।

আগামী ১১ জুন ২০২৬ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে থাকছে হাফটাইম শো। এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ, ফলে টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা দাঁড়াবে ১০৪টি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!