ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতারুল আলম।
তিনি প্রথমে কালিখলা পূজা মন্দির পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে মন্তব্য লিখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি দুর্গাবাড়ি পূজা মন্দিরও ঘুরে দেখেন।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে ছিলেন সহকারী পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশিষ কর্মকার, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
এ সময় পুলিশ সুপার পূজামণ্ডপে আসা ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশ্বস্ত করেন, পূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা সজাগ রয়েছে।
একুশে সংবাদ/এ.জে