চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৩৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার (২.৩৫ বিলিয়ন), যা বাংলাদেশি টাকায় প্রায় ২৮ হাজার ৫৭২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং চ্যানেলের উন্নয়ন, হুন্ডি প্রতিরোধে সরকারের পদক্ষেপ এবং প্রণোদনার সুফলেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪২ কোটি ২০ লাখ ডলার (২.৪২ বিলিয়ন), যা টাকায় ২৯ হাজার ৫৪৮ কোটি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেকর্ড ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের অর্থবছরে এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। ধারাবাহিক এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে স্বস্তি ফিরিয়েছে।
একুশে সংবাদ/এ.জে