AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এশিয়া কাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২৪ এএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে খেলা। জয় পেলে ফাইনালের পথে এগিয়ে যাবে লিটন দাসের দল।

ভারত-বাংলাদেশ লড়াই সবসময়ই বাড়তি উত্তেজনার জন্ম দেয়। রাজনৈতিক প্রেক্ষাপট ছাড়াও, অতীতের কয়েকটি হাড্ডাহাড্ডি ম্যাচ এই প্রতিদ্বন্দ্বিতাকে আলাদা মাত্রা দিয়েছে। তবে পরিসংখ্যানে টাইগাররা স্পষ্টতই পিছিয়ে—টি-টোয়েন্টিতে ১৭ দেখায় একটিমাত্র জয়, সেটিও প্রায় ছয় বছর আগে।

শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগার শিবিরে। টপ অর্ডার রান পাচ্ছে, তাওহীদ হৃদয়ও ফর্মে ফিরেছেন। দুবাইয়ের ধীর গতির উইকেটে মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদির বোলিং হতে পারে বড় অস্ত্র। ফিল্ডিংয়েও বাড়তি মনোযোগ দিচ্ছে দল, যা পার্থক্য গড়ে দিতে পারে ম্যাচে।

লিটন দাসের চোট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও টিম ম্যানেজমেন্ট আশাবাদী তাকে নিয়েই মাঠে নামবে। টস ভাগ্য এখানে বড় ভূমিকা রাখবে, কারণ দুবাইয়ে রান তাড়া করাই তুলনামূলক সহজ। একাদশে পরিবর্তন আসতে পারে—শরিফুল ইসলামের বদলে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে।

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত নামবে পূর্ণ শক্তির একাদশ নিয়েই। যদিও পাকিস্তানের বিপক্ষে খরুচে বোলিং করায় জসপ্রিত বুমরাহকে বিশ্রামে রাখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নামবে মেন ইন ব্লু।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহেদি, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ভারতের সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, শুবমান গিল (সহ–অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!