AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকায় পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪৬ পিএম, ২৭ আগস্ট, ২০২৫

ঢাকায় পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল

দীর্ঘ এক দশকের বেশি সময় পর আবারও বাংলাদেশে পৌঁছেছে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকায় নামার পর তারা দুপুরে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। এবারের সফরে তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে ডাচরা।

এটি নেদারল্যান্ডসের তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা অংশ নিয়েছিল, কিন্তু তখন সেটি ছিল বহুজাতিক টুর্নামেন্ট। এবার তারা প্রথমবার পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৩১ আগস্ট) সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

নেদারল্যান্ডস স্কোয়াডে তিনটি পরিবর্তন এসেছে— ইনজুরির কারণে বাদ পড়েছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন, এবং ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেডরিক ডি ল্যাং, তরুণ পেসার সেবাস্টিয়ান ব্র্যাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।

নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্র্যাট, টিম প্রিঙ্গেল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!