AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে নারী-পুরুষ মাদক কারবারি গ্রেফতার



মধ্যনগরে নারী-পুরুষ মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মো. ইউসুফ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

পুলিশ জানায়, কুখ্যাত নারী মাদক কারবারি রোজিনা আক্তার (২৯) দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে বড় কোনো চালান আটক না পড়লেও তার ঘর থেকে ৩২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৪০০ টাকা।

অভিযানে এসআই মো. আলমগীর হোসেন, এসআই নাজমুল ইসলাম, এসআই মো. লুৎফর রহমান, এএসআই মো. নুরুল আমিন ও এএসআই শাহ আশরাফুল ইসলাম অংশ নেন। এ সময় চান্দালীপাড়া গ্রামের মৃত কটুমিয়ার ছেলে মো. চান মিয়া (৪০) এবং রোজিনা আক্তারকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এসআই মো. ইউসুফ আলী বাদী হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই মো. আলমগীর হোসেনকে।

মধ্যনগর থানার ওসি মো. মনিবুর রহমান বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

 

একুশে সংবাদ/সু.প্র/এ.জে

Link copied!