AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-র‌্যাবের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০২:১৮ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-র‌্যাবের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে র‌্যাবের সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদান ও বিজিবির আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. শাহীনুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত মেইন পিলার ১৮২ থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। টহল দল মালিকবিহীন অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ শিবগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

Link copied!